প্রথম পাতা খবর বগটুইকাণ্ডের পেছনের গোপন রহস্য জানালেন মুখ্যমন্ত্রী

বগটুইকাণ্ডের পেছনের গোপন রহস্য জানালেন মুখ্যমন্ত্রী

383 views
A+A-
Reset

উত্তরবঙ্গ সফরের শুরুতেই রামপুরহাট কাণ্ড নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায়। বরিবার শিলিগুড়িতে সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার পর বলেন, দু একটা দুষ্টু গরু সব জায়গায় থাকে। তবে বগটুইকাণ্ডকে কিন্তু মাফ করব না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেউচা-পাঁচামি প্রকল্প আটকাতেই অশান্ত করা হয়েছে রামপুরহাটকে। আর পরে পুলিশকে দায়ী করা হচ্ছে। তবে রামপুরহাটে পুলিশও যে কিছু ভুল করেছিল, এদিন তা ফের উল্লেখ করেন। একই সঙ্গে প্রশাসনিক পদক্ষেপের কথাও তুলে ধরেন।

বগটুইকাণ্ডে সিবিআই তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চে, মুখ্যমন্ত্রী নেতাই কাণ্ড থেকে শুরু করে বিশ্বভারতীতে করিগুরুর নোবেল চুরির ঘটনাও টেনে আনেন। বলেন, দুটি ক্ষেত্রে তদন্তভার পেয়েছিল সিবিআই। কিন্তু কোথাও কোনও কিনারা হয়নি। এরপরই আক্রমণের ঝাঁজ বাড়িয়ে তাঁর হুঙ্কার, সিট ভাল কাজ করছিল। কিন্তু এখন সিবিআই যদি তাদের তদন্তে কোনওভাবে বিজেপির সঙ্গে হাত মেলায়, তাহলে ফের পথে নামব।

গত সোমবারের নারকীয় ঘটনা তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন বলেন, তৃণমূল নেতা সেখানে খুন হয়েছে। তৃণমূল কর্মীদের বাড়ি পুড়েছে। তারপরও ক্রমাগত দোষারোপ করা হচ্ছে। বলেন, ঘটনার পরে গিয়েছি। সকলের সঙ্গে কথাও বলেছি। টাকা দিয়ে মানুষের ক্ষতিপূরণ হয় না। তা সত্ত্বেও বাঁচতে অর্থের প্রয়োজন। তাই সাহায্য করেছি। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, বগটুই এর ঘটনায় এখনও পর্যন্ত আনারুল-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা তৃণমূলের সমর্থক বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

রবিবার দুপুরেই কলকাতা থেকে বাগডোগরা হয়ে শিলিগুড়িতে এসেছেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন । তাঁর ৫ দিনের উত্তরবঙ্গ সফরে সঙ্গী হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.