বহু বাধা বিপত্তি পার করে অবশেষে উচ্চমাধ্যমিক সংসদের তৈরি সূচি মেনে আজ অর্থাৎ শনিবার থেকেই শুরু হচ্ছে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। শনিবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা বার্তা জানিয়ে টুইট করেছেন।
নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘যেসব পড়ুয়ারা আজ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে তাদের সকলকে শুভেচ্ছা জানাই। লক্ষ্যস্থির রাখতে হবে। মাথা ঠান্ডা রেখো। সাফল্য মিলবেই। এদিনের বৃহৎ কর্মযজ্ঞ যাতে সাফল্য পায় সেজন্য সকলে সহযোগিতা করুন’।
করোনা সংক্রমণের জেরে বিগত দুই বছর রাজ্যে কোনও পরীক্ষা হয়নি। চলতি বছরে সংক্রমণ কমতেই মাধ্যমিক পরীক্ষা হয়েছে। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাও হচ্ছে অফলাইনে। অর্থাৎ, খাতায়-কলমে পরীক্ষা দেবে পড়ুয়ারা। তবে পরীক্ষার্থীদের চাপ কমাতে এবার হোম সেন্টার, অর্থাৎ নিজেদের স্কুলেই পরীক্ষার ব্যবস্থা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এদিন সকাল ১০টা থেকে শুরু উচ্চমাধ্যমিক। যা চলবে দুপুর ১:১৫ পর্যন্ত। অন্যদিকে, দুপুর দু’টো থেকে হোম সেন্টারেই একাদশ শ্রেণির পরীক্ষাও হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ১৫ মিনিট বাড়তি সময় দেওয়া হবে প্রশ্ন পড়ার জন্য।
