কলকাতা: কয়লা পাচারকাণ্ডে জামিন পেলেন ইডির হাতে গ্রেফতার হওয়া বিকাশ মিশ্র। মূল অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই তিনি। তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি।
শুক্রবার পাঁচ লক্ষ টাকা বন্ডের বিনিময়ে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। জমা রাখতে হবে পাসপোর্ট। সঙ্গে তদন্তে সহযোগিতারও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আইনজীবীদের একাংশের ধারণা, বিকাশ মিশ্রের জামিন এই তদন্তে সিবিআইয়ের কাছে একটা বড়ো ধাক্কা!
গত বছর ৯ ডিসেম্বর গ্রেফতার হয়েছিলেন বিকাশ। প্রায় ১০ মাস পর মুক্তি পেতে চলেছেন তিনি। তবে তদন্তকারী আধিকারিকরা যখনই ডাকবেন, তাঁকে যেতে হবে। থাকতে হবে কলকাতা পুর-এলাকার মধ্যে। কয়লাপাচার মামলার শুনানির সময় আসানসোল কোর্টে উপস্থিত থাকতে হবে। চিকিৎসার জন্য যদি কোথাও যেতে হয়, তা হলেও সিবিআইয়ের অনুমতি নিতে হবে বিকাশকে।
সিবিআই-এর দাবি, কয়লা পাচারকাণ্ডে আর্থিক লেনদেনে ভূমিকা ছিল বিকাশের। দাদা বিনয়ের ব্যবসার হিসাব রাখতেন তিনি। বিনয় এখন পলাতক। জামিন মিললে বিকাশও বিদেশে পালাতে পারেন। তবে সিবিআই-এর আশংকা সরিয়ে রেখে শেষমেশ বিকাশকে জামিন দিল আদালত।
আরও পড়ুন: পুজোয় ‘অসুর’ বৃষ্টি! সপ্তমী-অষ্টমী-নবমীতে দুর্যোগের পূর্বাভাস