প্রথম পাতা খবর আচমকা ভেঙে পড়ল নির্মীয়মাণ হিমঘর, উত্তরপ্রদেশে মৃত অন্তত ৭, ধ্বংসস্তূপে আটকে বহু

আচমকা ভেঙে পড়ল নির্মীয়মাণ হিমঘর, উত্তরপ্রদেশে মৃত অন্তত ৭, ধ্বংসস্তূপে আটকে বহু

251 views
A+A-
Reset

শুক্রবার উত্তরপ্রদেশের দৌরালায় আচমকা ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ হিমঘর। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়লেন প্রায় ৩৫ জন কর্মরত শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ শুরু করে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে, বাকিরা গুরুতর আহত হয়েছেন। পুলিশ আহতদের হাসপাতালে পাঠায়। জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে নীচে চাপা পড়া লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভেঙে পড়া হিমঘরটির মালিক প্রাক্তন বিএসপি বিধায়ক চন্দ্রবীর সিং। হিমঘরটি নির্মাণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি।

সংবাদ মাধ্যমের কাছে কোল্ড স্টোরের মালিক চন্দ্রবীর সিংয়ের মেয়ে মনীষা আহলাওয়াত বলেছেন, কর্মচারীরা আজ নিজেরাই কোল্ড স্টোরে কাজ শুরু করেছিলেন। দুর্ঘটনার পর চন্দ্রবীরের স্বাস্থ্যের অবনতি হয়েছে, যে কারণে তিনি ঘটনাস্থলে যেতে পারছেন না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.