যোধপুর পার্কে চাঞ্চল্য। বহুতল আবাসনের চারতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। স্থানীয় সূত্রে খবর, ওই তরুণী দিদির সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে ওই বাড়িতে থাকতেন মাস দেড়েক ধরে।
বুধবার বেলা ১১টা নাগাদ আচমকা ভারী কিছু পড়ার শব্দ পেয়ে বাইরে আসেন বাসিন্দারা। তখনই তাঁরা দেখেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ছাত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে পারিবারিক একটি বিষয় নিয়ে দিদির সঙ্গে বচসা হয় তাঁর। তারপরেই আচমকা চারতলা থেকে ঝাঁপ দেন বলে অনুমান।
বাড়ির মালিক ও প্রতিবেশীরা জানিয়েছেন, মাঝেমধ্যেই ওই দুই বোনের মধ্যে কথা কাটাকাটি হত। তবে মেয়েটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। মৃতার দিদি এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত শুরু করেছে যোধপুর পার্ক থানার পুলিশ।