প্রথম পাতা খবর দোলের দিনে কলেজ ছাত্রকে কুপিয়ে খুন, খড়দহে চাঞ্চল্য

দোলের দিনে কলেজ ছাত্রকে কুপিয়ে খুন, খড়দহে চাঞ্চল্য

242 views
A+A-
Reset

উত্তর ২৪ পরগনার খড়দহে দোল খেলার নাম করে ডেকে নিয়ে গিয়ে এক কলেজ ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পবন রাজভড়। মূল অভিযুক্ত কানাই সাউ এখনও পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম আকাশ চৌধুরী (২৪)। তিনি ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন। অভিযোগ, দোল খেলতে ডাকার পর তাঁকে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুর আড়াইটে নাগাদ জয়শ্রী কেমিক্যালসের সামনে কয়েকজন যুবক মিলে আকাশকে ঘিরে ধরে মারধর করে। কিছুক্ষণ পর স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আকাশের পরিবারের দাবি, এই ঘটনায় তিনজন জড়িত।

এ বিষয়ে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, আকাশ ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার কারণ ও অভিযুক্তদের খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.