ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে নালিশ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিমানবাবু জানান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল বিধানসভার অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ শুরু করেছেন। যা তাঁর এক্তিয়ারভুক্ত নয়, সেই নিয়েও চিঠি চালাচালি করছেন রাজ্যর সাংবিধানিক প্রধান, অভিযোগ বিমানের। ‘সারা ভারত স্পিকার সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানে লোকসভার স্পিকারের কাছে ঠিক এভাবেই রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিধানসভার স্পিকার।
এছাড়াও বলেন, বিধানসভা রাজ্যপালের এক্তিয়ার নয়, অধ্যক্ষের এক্তিয়ার। কোনও বিল পাস করে পাঠানো হলেও অনুমতি মিলছে না। সই না করে বিল ফেরত পাঠাচ্ছেন রাজ্যপাল,’ স্পিকারদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিযোগ বিমান বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করছে কেন্দ্র, সৌগত রায়
তিনি রাজ্যে আট দফার ভোট নিয়েও নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছেন।লোকসভার অধ্যক্ষের কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেন, ‘২০২০-তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন বিধায়কের মৃত্যু হয়েছিল। ২০২১-এ করোনা আক্রান্ত হয়ে দু’জন বিধায়কের মৃত্যু হয়েছে। আট দফার ভোটের জন্যই এমনটা হয়েছে। মুখ্যমন্ত্রীও কম দফায় ভোট চেয়েছিলেন, কিন্তু সে কথা শোনা হয়নি।’