প্রথম পাতা খবর রামপুরহাটকাণ্ড : রাজ্যপাল-মুখ্যমন্ত্রী চূড়ান্ত সংঘাত, রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর পত্রাঘাত

রামপুরহাটকাণ্ড : রাজ্যপাল-মুখ্যমন্ত্রী চূড়ান্ত সংঘাত, রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর পত্রাঘাত

322 views
A+A-
Reset

রামপুরহাটের ঘটনাকে ভয়াবহ হিংসার ঘটনা আখ্যা দিয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অপরদিকে রাজ্যপালের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে রাজ্যপালকে কড়া ভাষায় চিঠি পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের বগতুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। আর এই ঘটনার তীব্র নিন্দা করে এবং রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির বিষয়টিকে সামনে এনে ফের বিবৃতি দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একইসঙ্গে রাজ্যপাল তাঁর অভ্যাস মতই এদিনও এই বিষয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ও রাজ্য পুলিশ প্রশাসনের চূড়ান্ত সমালোচনা করেছেন। একইসঙ্গে এই ঘটনায় রাজ্যের পুলিশ প্রশাসনকে সঠিক তদন্তের বার্তাও দিয়েছেন। মঙ্গলবার রামপুরহাটের ঘটনা সামনে আসার পরই টুইটে এক ভিডিয়ো বার্তা দিয়েছেন রাজ্যপাল। যেখানে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে তিনি রিপোর্টও তলব করেছেন।

রামপুরহাটের ঘটনায় রাজ্যপালের এই প্রতিক্রিয়ায় এবার কড়া পাল্টা প্রতিক্রিয়া জানাল নবান্ন। রাজ্যপালের মন্তব্যের চূড়ান্ত সমালোচনা করে এবং তাঁর বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের উদ্দেশে খোলা চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যপালকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, রামপুরহাটের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করছে। ওই এলাকার পুলিশ আধিকারীকদের ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এই ঘটনার নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষে সিট গঠন করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের মতন একটা সম্মানের আসনে বসে থেকে কোনও ব্যাক্তির এই ধরনের মন্তব্য কখনওই করা উচিত নয় বলেও চিঠিতে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.