কলকাতা: বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ঘূর্ণিঝড় ‘দানা’র গতিপথ হঠাৎ বদলে গেছে এবং তা ওড়িশার দিকে চলে যাচ্ছে। আসলে এমন কোনো পরিবর্তনই ঘটেনি। শুরু থেকেই ঘূর্ণিঝড়টি ওড়িশার দিকে যাচ্ছিল এবং পশ্চিমবঙ্গ কখনই মূল লক্ষ্য ছিল না।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড় তৈরির আগের অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া কঠিন। সেই কারণে বিভিন্ন সংবাদমাধ্যম ঝড়ের সম্ভাব্য গতিপথ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিল। তবে, বাস্তবে কোনও গতিপথ পরিবর্তন হয়নি। প্রথম থেকেই ঝড়ের মূল প্রভাব পড়ার কথা ছিল ওড়িশাতেই।
ঘূর্ণিঝড়ের প্রস্তুতি শুরু হলে বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলোর আগ বাড়িয়ে ঝড়ের তাণ্ডবের পূর্বাভাস দেওয়ার প্রবণতা দেখা গেছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বড় ধরনের প্রভাব না পড়ার কারণেই তারা বলছে যে, ‘দানা’র গতিপথ বদলে গেছে। কিন্তু এটা সঠিক নয়। ঝড়ের যে গতিপথ ছিল, সেটাই রয়েছে।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ওড়িশায় আছড়ে পড়বে দানা। তবে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই।