রাজনীতিতে সব কিছুই সম্ভব। কোনও কিছুই অসম্ভব নয়। রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলেও কিছু হয় না। এই সব কথা গুলো প্রায়ই ঘোরাফেরা করে রাজনৈতিক মহলে।
কেন শোনা যায় এমন সব কথা, সেটাই যেনো আরও একবার প্রমাণ করল মেঘালয়। যেখানে এবার বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগ উঠল কংগ্রেস এর বিরুদ্ধে।
মেঘালয় রাজ্যে এই মুহূর্তে চলছে এন ডি এ পরিচালিত সরকার। অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টি এবং বিজেপি জোট সরকার চলছে মেঘালয়ে। যে সরকারের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কনরাড সাংমা।
মেঘালয়ের মোট আসন সংখ্যা ৬০টি। এর মধ্যে কিছুদিন আগে পর্যন্ত মেঘালয়ের বিরোধী দলের মর্যাদা প্রাপ্ত কংগ্রেস এর বিধায়ক সংখ্যা ছিল ২১টি। এর মধ্যে মুকুল সাংমার নেতৃত্বে ১৬ কংগ্রেস বিধায়ক সদ্য যোগ দিয়েছেন তৃণমূলে। কিন্তু কংগ্রেস এর বাকি পাঁচ বিধায়ক আপাতত মেঘালয় এর এনডিএ পরিচালিত সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। তৃণমূল এই নতুন সমীকরণকে বলছে বিশ্বাসঘাতকতা। অপরদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলছেন, বিজেপি আর কংগ্রেস এখন একই সরকারের অংশ।