আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করার কৌশল ঠিক করতে বুধবার দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে। বৈঠকের পর রাহুল জানান, তৃণমূল স্তরে দলকে শক্তিশালী করা ও সাধারণ মানুষের জন্য লড়াই করাই তাদের লক্ষ্য।
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও কংগ্রেসের প্রতি পশ্চিমবঙ্গের অনেকের আনুগত্যকে কুর্নিশ জানান রাহুল। তিনি আশ্বাস দেন, প্রয়োজন হলে রাজ্যে এসে নেতৃত্ব দেবেন।
সূত্রের খবর, এবারের নির্বাচনে কংগ্রেস একক লড়াইয়ের পক্ষেই সওয়াল করেছে রাজ্যের একাধিক নেতা। সংগঠনের রোডম্যাপ তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী, দীপা দাসমুন্সী-সহ রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। আগামী দিনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফরও নিশ্চিত হয়েছে।