প্রথম পাতা খবর ২৪ বছর পরে গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের সভাপতি কে? জানা যাবে আজ

২৪ বছর পরে গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের সভাপতি কে? জানা যাবে আজ

296 views
A+A-
Reset

নয়াদিল্লি: কংগ্রেসের নয়া সভাপতির নাম প্রকাশ্যে আসবে আজ। ২৪ বছর পর ফের কোনো অ-গান্ধী সভাপতি পেতে চলেছে কংগ্রেস। গত সোমবার এই সভাপতি পদের জন্য নির্বাচন হয়েছিল। আজ কংগ্রেসের সদর দফতরে ভোট গণনা। বিকেল ৩টে-৪টের মধ্যেই নতুন সভাপতির নাম ঘোষণার কথা।

এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুর। গত ১৭ অক্টোবর দেশ জুড়ে কংগ্রেসের প্রায় ৯৯১৫ জন নেতা-কর্মী নতুন সভাপতি নির্বাচন করতে নিজেদের ভোট দিয়েছেন। সেই সমস্ত ব্যালট বাক্স দিল্লিতে কংগ্রেস সদর দফতরে পৌঁছে গিয়েছে মঙ্গলবার। আজ সকাল ১০টা থেকে সেখানেই ভোটগণনা।

তবে নির্বাচনের আগেই ফলাফল কার্যত সকলেরই জানা। গান্ধী পরিবারের প্রিয়পাত্র হিসাবে মল্লিকার্জুন খাড়গেই এই দৌড়ে এগিয়ে রয়েছেন। কিন্তু সভাপতি পদের আরেক দাবিদার শশী থারুর অভিযোগ করেছেন, ভোটের আগে পক্ষপাতিত্ব করেছেন রাজ্য কংগ্রেসের নেতারা।

প্রসঙ্গত, দুই প্রার্থীর মধ্যে যিনিই জয়ী হোন, প্রায় ২৪ বছর পরে গান্ধী পরিবারের বাইরের কেউ সভাপতি নির্বাচিত হতে চলেছেন কংগ্রেসে। সোনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা কেউ সভাপতি হতে চাননি। কংগ্রেস নেতৃত্বর একাংশের লাগাতার অনুরোধেও সভাপতি হতে রাজি হননি রাহুল গান্ধী।

আরও পড়ুন: সকাল থেকেই মুখভার, কী বলছে আকাশের মতিগতি

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.