পঞ্চায়েত নির্বাচনের আগে এ বার কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ওই গুলি লাগে এক কংগ্রেস কর্মীর গায়ে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।
গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর নাম আরিফ শেখ। তাঁর তলপেটের বাঁ দিকে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের উপস্থিতিতেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। আর এই নিয়েই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সামশেরগঞ্জের তিনপাকুরিয়া চত্বরে। অবিলম্বে বিধায়কের গ্রেফতারির দাবি তুলেছেন কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।
যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাল্টা গুলি চালানোর অভিযোগ করেছেন বিধায়ক। তিনি বলেন, ‘‘আমার গাড়ি লক্ষ্য করে কংগ্রেস প্রার্থী গুলি করেছিল। শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে।’’
ঘটনায় প্রকাশ, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিলেন মুর্শিদাবাদ ৪ নম্বর জেলা পরিষদের আসনের কংগ্রেস প্রার্থী আনারুল হক। সেই সময় উল্টো দিক থেকে গাড়িতে করে এলাকায় ঢোকেন শমসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। অভিযোগ, বিনা প্ররোচনায় কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়েন বিধায়ক। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। গুলিবিদ্ধ হন এক কংগ্রেস কর্মী। গুলিবিদ্ধ ওই কংগ্রেস কর্মীকে দ্রুত উদ্ধার করে সেখান থেকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বহরমপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কংগ্রেস কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।