201
কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে উত্তেজনা! ‘ভুয়ো’ ভোটার ধরতে গিয়ে আক্রান্ত বিধায়ক অখিল গিরি। রামনগরে পড়ে গিয়ে হাতে চোট পান তিনি, চলছে চিকিৎসা।
ঘটনায় প্রকাশ, রামনগর কলেজের ভোটকেন্দ্রে বেশ কয়েকজন ভোটার আধার কার্ড-সহ বেশ কয়েকটি পরিচয়পত্রের জেরক্স কপি নিয়ে ভোট দিতে যান। পুলিশ তাঁদের আসল পরিচয়পত্র দেখাতে বলেন। জেরক্স কপি নিয়ে ঢুকতে বাধা দেন। তারই প্রতিবাদ করেন অখিল গিরি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।
এ দিন ভোটকেন্দ্রে তৃণমূল-বিজেপির সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি ও রক্তারক্তির ঘটনা ঘটে।
বিজেপির অভিযোগ, তাদের স্লিপ দেওয়ার ক্যাম্পে তৃণমূল সমর্থকরা হামলা চালিয়েছে। দিব্যেন্দু অধিকারীর দাবি, পুলিশের নেতৃত্বেই সাধারণ ভোটারদের আক্রান্ত করা হচ্ছে। এলাকায় উত্তেজনা বজায়।