প্রথম পাতা খবর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিকাশরঞ্জনের

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিকাশরঞ্জনের

267 views
A+A-
Reset

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হল। এই মর্মে বুধবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তথা বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবারের মধ্যে হলফনামা দাখিলের পরামর্শ দিয়েছে টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। চাকরি বাতিল সংক্রান্ত মুখ্যমন্ত্রীর মন্তব্যের একাধিক অংশ নিয়ে অভিযোগ করা হয়েছে।

আলিপুর আদালতে স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা তো আইনজীবীদের উপর নির্ভর করি। বিচারপতিদের রায়কে সম্মান জানাই। আমি অধিকার কাড়ার পক্ষে নই। আমি অধিকার দেওয়ার পক্ষে। যেটা আইনত স্বীকৃত, সেই অধিকারের কথা বলছি”। এর পর তিনি বলেন, “আমি যদি অন্যায় করি, আপনারা গালে দুটো চড় মারুন। আমি কিচ্ছু মনে করব না। আমি ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারের চাকরি খাইনি। তা হলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই। কাড়বার ক্ষমতা আছে”!

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব, যিনি এখানে আছেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না”। বক্তব্যের এই অংশ ছাড়াও একাধিক অংশ নিয়ে অভিযোগ তোলা হয়েছে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর মামলায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.