প্রথম পাতা খবর জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ ছাড়লেন ‘বিতর্কিত’ রেখা শর্মা

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ ছাড়লেন ‘বিতর্কিত’ রেখা শর্মা

375 views
A+A-
Reset

নয়াদিল্লি: পদত্যাগ করলেন ন্যাশনাল কমিশন ফর উইমেন (এনসিডব্লিউ) চেয়ারপারসন রেখা শর্মা। মঙ্গলবার তাঁর মেয়াদ শেষ হওয়ার পরে এই পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

৬০ বছর বয়সী শর্মা ৭ অগাস্ট, ২০১৪-য় মহিলা কমিশনের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালে এর প্রধান হওয়ার আগে তাঁকে ২০২৭ সালের ২৯ সেপ্টেম্বর কমিশনের চেয়ারপার্সন হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

পদত্যাগের পর রেখা বলেন, “আজ জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) চেয়ারপার্সন হিসাবে আমার নয় বছরের মেয়াদের শেষ দিন৷ এই নয়টি বছর আমার জন্য একটি রোলার কোস্টার রাইডের মতো৷ আমি একটি দীর্ঘ পথ হেঁটেছি”।

রেখা শর্মাকে নিয়ে বরাবর অভিযোগ করে এসেছে বিরোধীরা। তাদের অভিযোগ ছিল, কাজ করেন বিজেপির ইশারায়। তাঁর আমলে মহিলা কমিশনের নিরপেক্ষতা লঙ্ঘিত হয়েছে। কেন্দ্রের শাসকদলের ইশারায় বিরোধী শাসিত রাজ্যে একাধিক ঘটনা নিয়ে বিতর্কিত রিপোর্ট দিয়েছেন তিনি। এমনকী একাধিক বিরোধী দলের নেতানেত্রীর বিরুদ্ধে মামলাও করেছে জাতীয় মহিলা কমিশন।

এবার মোদি সরকার তাঁকে অন্য কোনও দায়িত্ব দিতে পারে বলে মনে করা হচ্ছে। রেখার জায়গায় জাতীয় মহিলা কমিশনে কে আসবেন সেটা স্পষ্ট নয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.