প্রথম পাতা খবর ‘এ বার জনগণ আপনার চাকরি খাবে’, অভিজিৎকে আক্রমণ মমতার

‘এ বার জনগণ আপনার চাকরি খাবে’, অভিজিৎকে আক্রমণ মমতার

292 views
A+A-
Reset

তুফানগঞ্জ: শুক্রবার কোচবিহারের প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীর কটাক্ষের জবাব দিতে গিয়ে নাম না করে বিঁধলেন প্রাক্তন বিচারপতি এবং লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও।

কোচবিহারের তুফানগঞ্জের সভা থেকে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রসঙ্গ আনেন মমতা। জানান, তিনি চান প্রাক্তন বিচারপতিকে ছাত্রনেতা দেবাংশু যেন ছুটিয়ে নিয়ে বেড়ায়। চাকরিতে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কী করলেন, তারপর তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওর বিরুদ্ধে এক জন ছাত্রনেতাকে দাঁড় করিয়েছি। দেবাংশু ছুটিয়ে বেড়াক।”

অভিজিতের নাম না করে তিনি বলেন, “আপনি বিচার দিয়ে অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। এবার আপনার বিচার করুক জনগণ। এবার জনগণ আপনার চাকরি খাবে, বিচার দিয়ে। এটা জনগণের আদালত।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.