ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গেও। বুধবার সকালে কোচবিহারের দিনহাটায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন খাইরুল শেখ নামে এক বছর ষাটের বৃদ্ধ। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নামের বানান ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন তিনি।
দিনহাটার বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকার বাসিন্দা খাইরুল শেখকে তড়িঘড়ি কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতালের শয্যায় খানিকটা সুস্থ হয়ে খাইরুল বলেন, “আমার নামের বানান ভুল ছিল। আমার নাম বাদ যাবে, এই ভয় পাচ্ছিলাম। তাই বিষ খেয়ে নিয়েছি।”
কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা জানিয়েছেন, “খাইরুল শেখের নাম ভোটার তালিকায় ‘খয়রু শেখ’ লেখা ছিল। এই ভুল নিয়েই তিনি মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি একটু সুস্থ হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কারণ জানা যাবে।”
দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, “উনি সাহেবগঞ্জ থানা এলাকার বাসিন্দা। গ্রামবাসীদের দাবি, এসআইআর ঘোষণার পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআইআর ঘোষণার পর থেকেই দিনহাটার কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। বহু মানুষ নাম, জন্মতারিখ বা ঠিকানার ভুল নিয়ে চিন্তিত। খাইরুলের ঘটনাটি সেই আতঙ্কেরই প্রতিফলন বলে মনে করছে স্থানীয়রা।
কোচবিহারের ঘটনাকে সামনে এনে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “শুধু প্রদীপ কর নন, রাজ্যের নানা জায়গায় এসআইআর আতঙ্কে মানুষ চরম পদক্ষেপ করছেন। দিনহাটায় খাইরুল শেখ নামে এক ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এটাই প্রমাণ করছে, এই প্রক্রিয়া মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে।”