সোমবার রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদেরও এবার দিতে হবে বাড়তি দাম।
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, উজ্জ্বলা যোজনার গ্রাহকদের গ্যাস সিলিন্ডার পিছু এখন ৫৫০ টাকা দিতে হবে, যা আগে ছিল ৫০০ টাকা। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে দাম ৮০৩ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৫৩ টাকা।
পেট্রল ও ডিজেলের উপরও ২ টাকা করে শুল্কবৃদ্ধি করা হয়েছে। ফলে এক লিটার পেট্রলের শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা, ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা। মন্ত্রীর দাবি, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, বরং তেল সংস্থাগুলির লোকসান সামাল দিতেই এই পদক্ষেপ।
উল্লেখ্য, গত সপ্তাহেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ৪১ টাকা কমেছিল। তবে এই সুবিধা সীমাবদ্ধ ছিল হোটেল-রেস্তরাঁর ক্ষেত্রে। এবার গৃহস্থের পকেটে বাড়তি চাপ তৈরি হল গ্যাসের দামবৃদ্ধিতে।