প্রথম পাতা খবর ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস

ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস

265 views
A+A-
Reset

শুক্রবার ওড়িশার বালেশ্বরে দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। হাওড়ার শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ ট্রেনটি ছাড়ে। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। উল্টে যাওয়া বগির নীচে চাপা পড়েন বহু যাত্রী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হতাহতের সংখ্যা অনেক।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার-সহ বেশ অনেকগুলি বগি বেলাইন হয়ে যায়। হতাহতের সংখ্যা এখনও রেলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। রাত সাড়ে ৯টা নাগাদ জানা যায়, অন্তত পক্ষে ১০০ জনের মৃ্ত্যু হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে, মৃতের সংখ্যা কমপক্ষে ২০০-র বেশি হতে পারে।

মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়ে যায় বলে জানা যাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিক-সহ কর্মীরা।  হাওড়া, শালিমার, খড়্গপুর, বালেশ্বর স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। হাওড়ার হেল্প লাইন নম্বর হল, ০৩৩ ২৬৩৮ ২২১৭, খড়্গপুর- ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯, বালেশ্বর- ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২, শালিমার- ৯৯০৩৩৭০৭৪৬

বিস্তারিত আসছে…

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.