প্রথম পাতা খবর রাজ্য়ে সৃষ্টি হয়েছে লকডাউন পরিস্থিতি, এবার কী জারি হবে নিষেধাজ্ঞা !

রাজ্য়ে সৃষ্টি হয়েছে লকডাউন পরিস্থিতি, এবার কী জারি হবে নিষেধাজ্ঞা !

277 views
A+A-
Reset

রাজ্য়ের বুকে ক্রমেই করোনা পরিস্থিতি আবারও জটিল থেকে জটিলতর হচ্ছে। ক্রমশই চাপ বাড়ছে রাজ্য় প্রশাসনের উপর। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। বিগত পাঁচ দিনের পরিসংখ্য়ান ঘাঁটলে দেখা যাচ্ছে শুধুমাত্র বিগত পাঁচ দিনে আক্রান্তের সংখ্য়া বেড়েছে প্রায় দশ গুন। আর এই সব কিছু দেখার পরেই গোটা করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে।

এই পরিস্থিতিতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহন করতে চলেছে নবান্ন। জানা যাচ্ছে যে, বর্তমান পরিস্থিতিতে আপাতত বেশ কিছু সরকারি কর্মসূচি স্থগিত অথবা বিলম্বিত করার বিষয়টি চিন্তা ভাবনা করছে বাংলার সরকার। ইতিমধ্য়েই দুটি কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নবান্ন। যার মধ্য়ে রয়েছে সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উদ্য়োগে ছাত্র-ছাত্রীদের নিয়ে ছাত্র সপ্তাহ পালনের কর্মসূচি।

এছাড়াও বর্তমান কোভিড পরিস্থিতির কারণে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলায় জেলায় দুয়ারে সরকার কর্মসূচিও। এই কর্মসূচি পুরোপুরি বাতিল করে দেওয়া হচ্ছে না। আগামী দিনে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আবারও করা হবে দুয়ারে সরকার কর্মসূচি, এমনটাই জানা গিয়েছে নবান্নের তরফে।

এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে যে, কয়েকদিন আগেই মমতা বন্দ্য়োপাধ্য়ায় রাজ্য়ের স্কুল কলেজ খোলা রাখার বিষয়টি ক্ষতিয়ে দেখার কথা বলে ছিলেন। তখনই বোঝা গিয়েছিল, করোনা পরিস্থিতি জটিল হলে, ফের একবার বন্ধ ঘোষণা করা হতে পারে স্কুল কলেজ।

এই সব এর পাশাপাশিই এটাও জানা গিয়েছে যে, এখনই পুরোপুরি লকডাউনের পথে এখনই ফের একবার যেতে নারাজ রাজ্য়। এখনই রাজ্য়ের বুকে ট্রেন বা বাস পরিষেবা বন্ধের কথাও ভাবছে না নবান্ন। তবে কিছুটা নিয়ন্ত্রণ আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সংখ্য়ার দিক থেকে কমানো হতে পারে ট্রেন বা বাসের সংখ্য়া বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, এই মুহুর্তে রাজ্য়ে করোনা আক্রান্তের মধ্য়ে প্রায় ৮০ শতাংশ উপসর্গহীন। আর উপসর্গযুক্ত রোগীদের মধ্য়ে মাত্রই ২০ শতাংশ এবং চিকিৎসাধীন আরও কম, মাত্র ৩ শতাংশ। তাই এই নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলেই অভিমত রাজ্য় প্রশাসনের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.