প্রথম পাতা খবর আবার বদল এজলাস, ডিএ মামলার শুনানি ফের পিছোতে পারে সুপ্রিম কোর্টে

আবার বদল এজলাস, ডিএ মামলার শুনানি ফের পিছোতে পারে সুপ্রিম কোর্টে

225 views
A+A-
Reset

ডিএ মামলার শুনানি এবার নতুন বেঞ্চে। আগামী ১৪ মে, বুধবার দুপুর ২টোর সময় এই মামলার শুনানি নির্ধারিত থাকলেও, তা সুপ্রিম কোর্টের ক্রমতালিকায় একেবারে শেষে রয়েছে। ফলে শুনানি ফের পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন আইনজীবী মহলের একাংশ।

এর আগে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল মামলাটি। কিন্তু ফের এজলাস বদল করে এবার তালিকাভুক্ত করা হয়েছে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে।

গত সপ্তাহেও এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের তরফে সিনিয়র আইনজীবী অভিষেক মনুসিংভি অন্য এজলাসে ব্যস্ত থাকায় মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন। ফলে তালিকাভুক্ত থাকলেও সেই দিনও মামলার শুনানি হয়নি।

সুপ্রিম কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন, এই নিয়ে ১৬ বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে। এবার যদি শেষ মুহূর্তে শুনানির সময় না আসে, তবে তা হবে ১৭তম বার।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ নভেম্বর প্রথমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়। শেষবার শুনানি হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। তারপর থেকে এখনও চূড়ান্ত রায় অধরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.