চলন্ত ট্রেনের এসি কামরায় এক মহিলা চিকিৎসক-অধ্যাপকের শ্লীলতাহানির অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার হলেন পুরুলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মঙ্গলবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৬ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
ঘটনা ২৬ মে রাতের। অভিযোগ, হাওড়া থেকে চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেনে উঠেছিলেন পুরুলিয়ার সরকারি মেডিক্যাল কলেজের এক মহিলা অধ্যাপক। বিষ্ণুপুর স্টেশনের আগে ভোরে ঘুম ভেঙে দেখেন, সহযাত্রী ওই অধ্যাপক তাঁর শ্লীলতাহানির চেষ্টা করছেন। পরদিন বাঁকুড়া জিআরপি-তে অভিযোগ দায়ের করেন তিনি।
রেলপুলিশ সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্ত হাওড়ায় আত্মগোপন করেছিলেন। সোমবার বিশেষ সূত্রে খবর পেয়ে রেলপুলিশ হাওড়া থেকে তাঁকে গ্রেফতার করে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৬৪ ও ৬২ ধারায় মামলা রুজু হয়েছে।
অভিযুক্তের আইনজীবীর দাবি, অভিযোগকারিণী প্রথমে শ্লীলতাহানির অভিযোগ করলেও পরে বয়ান বদলে ধর্ষণের অভিযোগ আনেন। তাঁদের বক্তব্য, ঘটনার প্রকৃত সত্য সামনে আসেনি। তবে আদালত জামিনের আবেদন খারিজ করেছে। তদন্ত চলছে।