প্রথম পাতা খবর আশঙ্কা করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার!

আশঙ্কা করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার!

277 views
A+A-
Reset

নতুন করে সংক্রমণ বাড়ছে দেশজুড়ে। আশঙ্কা করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার! গত কয়েকদিন ধরে ১৭ হাজারেরও বেশি কোভিডের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে তুলছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও। প্রতিটি রাজ্যে ফের টেস্টিং এবং টিকাকরণে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,০৯২ জন। গতকালের তুলনায় যা সামান্য বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫৬৮। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.২৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮।

মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবাং রাজধানী দিল্লি। এই রাজ্যগুলিতে করোনা সংক্রমণ বাড়ছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩২৪৯ জন। কেরলে করোনা সংক্রমণ বাড়তে শুরু হয়েছে। ৪ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে হঠাৎ করে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। ২ হাজার পেরিয়ে গিয়েছে তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গে বাড়ছে কোভিড সংক্রমণ। তার জন্য আগে থেকেই গাইডলাইন জারি করেছে মমতা সরকার।

আরও পড়ুন :

অল্পের জন্য দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি থেকে জবলপুর গামী স্পাইসজেট বিমান

সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায়

দেশজুড়ে অশান্তির জন্য দায়ী নূপুর শর্মা : সুপ্রিম কোর্ট

আজ রথযাত্রা, পুরীর মন্দিরে আজ ভক্তদের জনসমুদ্র

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.