প্রথম পাতা খবর নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে, কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

411 views
A+A-
Reset

নয়াদিল্লি: দেশে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ ২৪ ঘণ্টায় (রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩) নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ৬৫৬। সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে হয়েছে ৩ হাজার ৭৪২।

এখনও পর্যন্ত কেরলে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার জন। শেষ ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২৮। অন্য দিকে, একই সময়ে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্য়া ৫০। উল্লেখযোগ্য ভাবে, মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ৫ জনের মধ্যে অন্তত ১ জনের নমুনায় করোনার নতুন উপরূপ জেএন. ১-এর হদিশ মিলছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তা হলে কি, মহারাষ্ট্র করোনার নতুন উপরূপের ‘সুপার স্প্রেডার’ হয়ে উঠছে?

ও দিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, বিশ্বব্যাপী গত চার সপ্তাহে করোনা সংক্রমণ ৫২ শতাংশ বেড়েছে। গত ২৮ দিনে বিশ্বব্যাপী করোনা সংক্রমিতের সংখ্যা ৮ লক্ষ ৫০ হাজার। যেখানে মৃতের সংখ্যা ৩ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত ২৮ দিনে সারা বিশ্বে ১১৮,০০০ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। আইসিইউতে ১ হাজার ৬০০ জন। হাসপাতালে ভর্তির সংখ্যাও আগের দিনের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে।

এই প্রেক্ষিতে সাধারণের উদ্দেশে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে হু। একই সঙ্গে জানানো হয়েছে, করোনার নতুন উপরূপের মোকাবিলায় নতুন কোনো ভ্যাকসিনের প্রয়োজন নেই। ইতিমধ্যে যে টিকা বাজারে এসেছে, সেগুলি জেএন.১-এর প্রভাবে গুরুতর শারীরিক পরিস্থিতি এবং মৃত্যু ঠেকাতে সক্ষম।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.