প্রথম পাতা খবর লালবাজারে করোনা হানা, আক্রান্ত দুই কমিশনার সহ ৫০ পুলিশ

লালবাজারে করোনা হানা, আক্রান্ত দুই কমিশনার সহ ৫০ পুলিশ

295 views
A+A-
Reset

করোনা। কাউকে সে ভয় করে না। পুলিশ কিংবা লালবাজার, এসব আবার কী! তার কাছে রাম আর রাম ছাগল সবই এক। অন্তত করোনা আবহে এবারের এই পর্বে যেভাবে একের পর এক চার কিংবা ছয় মেরে নিজের ইনিংস সাজাচ্ছে মিস্টার করোনা, তার পর সত্যিই ভগবান ছাড়া আর কোথাও ভরসা রাখতে পারছে না অনেকেই।

সোমবার রাজ্য জুড়ে বিধিনিষেধ শুরুর দিনেই একের পর এক বিপত্তি। কোথাও গোটা হাসপাতাল তো কোথাও আবার সম্পূর্ন ইনস্টিটিউট এর বৃহৎ অংশ, কিছুই প্রায় ছাড়ছে না করোনা।

এভাবেই এবার দেখা গেল সব রকম নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একদম সরাসরি লালবাজারের অভ্যন্তরে ঢুকে পড়ল করোনা ভাইরাস। আর শুধু ঢুকে পড়া নয়, রীতি মতন তাণ্ডব চালানো বলা যেতেই পারে। কারণ, করোনার থাবায় আক্রান্ত লালবাজারের দুই যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার পদমর্যাদার অফিসার সহ অন্ততপক্ষে ৫০ পুলিশ কর্মী।

খোদ লালবাজারে এভাবে করোনা হানা দেওয়ায় চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে কলকাতার পুলিশ মহলে। মনে করা হচ্ছে পুলিশ আক্রান্ত হওয়ার এই ঘটনা আরও ছড়াবে আর দ্রুত বাড়বে আক্রান্তের সংখ্যাও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.