প্রথম পাতা খবর ফের বাড়ছে কোভিড, সব রাজ্যকে প্রস্তুত থাকার বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

ফের বাড়ছে কোভিড, সব রাজ্যকে প্রস্তুত থাকার বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

507 views
A+A-
Reset

নয়াদিল্লি: ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা-গ্রাফ। শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। রাজ্যগুলির উদ্দেশে তাঁর নির্দেশ, সকলকে সতর্ক থাকতে হবে। কোভিড মোকাবিলার জন্য সকলকে তৈরি থাকতে হবে।

ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য কোভিড পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তিনি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন, জরুরী ভিত্তিতে হটস্পটগুলিকে চিহ্নিত করতে হবে। পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। কোভিড মোকাবিলার ক্ষেত্রে হাসপাতালগুলি কতটা তৈরি রয়েছে সেটা খতিয়ে দেখার ব্যাপারেও বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশ, আগামী ১০ ও ১১ এপ্রিল গোটা দেশ জুড়ে কোভিড মোকাবিলায় মক ড্রিল করা হবে। সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ আগের দিনের থেকে ১৩ শতাংশ লাফিয়েছে। নতুন করে করোনভাইরাস সংক্রমিতের সংখ্যা ৬ হাজার টপকে গিয়েছে। সক্রিয় কোভিডরোগীর সংখ্যাও ৩০ হাজারের দিকে এগোচ্ছে।

এ দিন সকালে প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০ জন। যা গতকাল ছিল ৫ হাজার ৩৩৫। গত ২০২২ সালের ১৬ সেপ্টেম্বরের পর থেকে ফের এক বার ৬ হাজারের গণ্ডি অতিক্রম করল দৈনিক করোনা সংক্রমণ।

শেষ ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র থেকে তিনজন,কর্নাটক ও রাজস্থান থেকে দু’জন করে, দিল্লি, হরিয়ানা, গুজরাত, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাব থেকে একজন করে কোভিডরোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৯৪৩।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.