প্রথম পাতা খবর দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল জয়ে এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ

দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল জয়ে এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ

82 views
A+A-
Reset

দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। মঙ্গলবার অনুষ্ঠিত ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রত্যাশার থেকেও বেশি ভোটে জয়ী হন। রাধাকৃষ্ণণ পান ৪৫২ ভোট, অন্যদিকে বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পান মাত্র ৩০০ ভোট। অন্তত ১৫টি ভোট বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।

খাতায়কলমে এনডিএ-র কাছে ভোটের সংখ্যা ছিল ৪২৫। কিন্তু জোটসঙ্গী দলগুলির পাশাপাশি ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন, কয়েকজন নির্দল সাংসদের ভোট এবং সম্ভবত কিছু ক্রস ভোটের ফলে এনডিএ-র ঝুলিতে ভোটের সংখ্যা দাঁড়ায় ৪৫২। বিরোধী শিবিরের বক্তব্য, তাঁদের পক্ষে ঘোষণা করা সাংসদেরা ১০০ শতাংশ ভোট দিয়েছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন, ‘‘বিরোধী শিবির ঐক্যবদ্ধ ছিল। সংসদের ইতিহাসে এটাই নজিরবিহীন ঘটনা যে সকল বিরোধী সাংসদ ভোট দিতে এসেছেন।’’

তবে সংখ্যার অঙ্ক ভিন্ন ছবি দেখাচ্ছে। জয়রাম রমেশ যেখানে বলেছেন ৩১৫ জন সাংসদ ভোট দিয়েছেন, বাস্তবে ‘ইন্ডিয়া’ জোটের লোকসভা ও রাজ্যসভার মোট সাংসদ সংখ্যা দাঁড়ায় ৩১১। এআইএমআইএম এবং আপ-এর সমর্থন মিলে এই সংখ্যা হওয়া উচিত ছিল ৩২৪। অথচ শেষ পর্যন্ত বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন মাত্র ৩০০ বৈধ ভোট। ফলে ক্রস ভোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষত আপ সাংসদ স্বাতী মালিওয়াল প্রকাশ্যে এনডিএ প্রার্থীকে ভোট দেওয়ার ঘোষণা করেছিলেন।

২০২২ সালে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড় বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়েছিলেন। এবার ব্যবধান দাঁড়িয়েছে ১৫২-তে। যদিও ব্যবধান কমেছে, তবুও ফলাফল স্পষ্ট করে দিয়েছে—এনডিএ-র প্রতি সংসদের সমর্থন এখনও বিরোধীদের থেকে অনেকটাই বেশি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.