প্রথম পাতা খবর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত

447 views
A+A-
Reset

কলকাতা: প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্ট শাসনের দ্বিতীয় ও শেষ মুখ্যমন্ত্রীর জীবনাবসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

গত বছর ৯ অগস্ট শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দীর্ঘদিন বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের আপ্রাণ প্রয়াসে সুস্থ হয়ে ওঠেন। বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। গতকাল থেকেই নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। তিনি বলেন, সকালেও বুদ্ধদেব প্রাতঃরাশ করেছিলেন। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন। খবর পেয়ে সুচেতন সেখানে পৌঁছেছেন।

২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের বিভিন্ন দফতর সামলেছেন তিনি। তথ্য সংস্কৃতি দফতর থেকে পর্যটন, নগরোন্নয়ন— কখনও পূর্ণ মন্ত্রী, কখনও আবার সাময়িকভাবে সামলেছেন দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.