প্রথম পাতা খবর প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

260 views
A+A-
Reset

নয়াদিল্লি: শেষ হলো এক বর্ণময় রাজনৈতিক জীবনের অধ্যায়। ২৫ দিনের লড়াই শেষে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

গত ১৯ আগস্ট, শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরা পড়ার পর ইয়েচুরিকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে প্রথম থেকেই আইসিইউতে রাখা হয় এবং তাঁর চিকিৎসা চলছিল কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে। সোমবার রাতে অবস্থার আরও অবনতি ঘটে, চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও বৃহস্পতিবার তিনি মারা যান।

সীতারাম ইয়েচুরি ছিলেন ভারতের বামপন্থী রাজনীতির এক মুখ্য ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সিপিএমের হয়ে অসংখ্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে তাঁর ভূমিকা ছিল অগ্রণী। তাঁর মৃত্যুতে ভারতের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েচুরির মৃত্যু বামপন্থী রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সংগ্রামের কথা স্মরণ করে দল তাঁকে শ্রদ্ধা জানাবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.