কলকাতা: মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠায় তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল সিপিএম।অভিযোগ পাওয়ার পরই তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রবিবার সন্ধ্যায় জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সাংবাদিকদের সামনে সেলিম বলেন, “আমি শুনেছি এক তরুণী সাংবাদিক অভিযোগ করেছেন। তন্ময় বরাবরই বাড়ি থেকে সাক্ষাৎকার দেয়, যদিও জানি না কেন এটা করে। তবে যা অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হবে। এটা কোনওভাবেই ছোট করে দেখা হবে না। আপনারাও কেউ ছোট করে দেখবেন না।”
সেলিম আরও জানান, তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কতদিনের জন্য তা এখনো নির্ধারিত হয়নি। দলের ইন্টারনাল কমপ্লেন কমিটির তদন্ত শেষ হওয়ার পর স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর মতে, এই প্রক্রিয়ার জন্য কিছুটা সময় লাগবে, তবে অভ্যন্তরীণ তদন্ত শেষ হলে কমিটির প্রস্তাব অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।