পুরীর প্রাচীন জগন্নাথ মন্দিরের পাঁচিলে ফাটল দেখা দেওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি মন্দিরের বাইরের পাঁচিল ‘মেঘনাদ পাচেরি’-তে একাধিক ফাটল ও শ্যাওলা জমতে দেখা গেছে, যা ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
মন্দিরের দেওয়ালের এই ফাটলগুলি সরাসরি মূল মন্দিরে না হলেও ভক্তদের বিশ্বাস অনুযায়ী, এই পাঁচিল মন্দিরকে সুরক্ষিত রাখে। তাই পাঁচিলে ফাটলের কারণে মন্দিরের কাঠামো ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) প্রতিনিধিদের ডাকা হয়েছে বিষয়টি খতিয়ে দেখতে।
জানা গিয়েছে, ১২০০ বছরের পুরনো জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে বিরাট পাঁচিল। সেই পাঁচিলের বাইরেই রয়েছে আনন্দবাজার। এখান থেকেই জগন্নাথদেবের মহাপ্রসাদ পাওয়া যায়। বিশেষজ্ঞরা অনুমান করছেন, আনন্দবাজার থেকে আসা বর্জ্য জল দীর্ঘদিন ধরে পাঁচিলের গায়ে পড়ায় শ্যাওলা জমে দেওয়াল দুর্বল হয়ে পড়েছে।
পাঁচিলের বিভিন্ন স্থানে শ্যাওলার পুরু আস্তরণ দেখা গেছে, যা দেওয়ালের স্থায়িত্বে প্রভাব ফেলছে। মন্দির কর্তৃপক্ষ এএসআই-এর কাছ থেকে ফাটলের কারণ ও সমাধানের বিষয়ে শীঘ্রই বিস্তারিত প্রতিবেদন প্রত্যাশা করছেন।