প্রথম পাতা খবর লখিমপুর নিয়ে দিলীপের মন্তব্যের সমালোচনা, বেসুরো সব্যসাচী

লখিমপুর নিয়ে দিলীপের মন্তব্যের সমালোচনা, বেসুরো সব্যসাচী

553 views
A+A-
Reset

ডেস্ক: বেসুরো সব্যসাচী দত্ত, লখিমপুরের ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনায় সব্যসাচী। তিনি বলেছেন, ‘কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশ, এতো তালিবান নয়। লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক, দোষীদের ফাঁসি হওয়া উচিত।‘ লখিমপুরকাণ্ডে মন্তব্য সব্যসাচী দত্তর। 
তিনি বলছেন, ”কার গাড়ি সেটা বড় কথা নয়,যে ঘটনা ভাইরাল হয়েছে টিভিতে খুব দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। যে বা যারাই এটা করে থাকুক তাদের কঠোর থেকে কঠোরও তম শাস্তি এবং তাদের একটাই শাস্তি হওয়া উচিত ফাঁসি।

আরও পড়ুন: পুজোর আগেই মমতাকে পিয়ানিকা উপহার দিলেন বাবুল


দিলীপ ঘোষকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, ”এ বিষয়ে কমেন্ট করার আমার কোনও ভাষা নেই। কৃষকদের এই ভাবে পিষে মারা হয়েছে সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। তারপরে এই ধরণের মন্তব্য যদি কেউ করে তাহলে সেটা তার চিন্তা ভাবনা, তার অভিপ্রায়। আমি তার সম্বন্ধে কী বলবো। তিনি মানুষকে পিষে মারাটা যদি সমর্থন করেন তাহলে বলতে পারবো না।”  তিনি আরও বলেছেন, এটা আন্দোলন দমিয়ে দেওয়ার কোনও পদ্ধতি হতে পারে না। কেননা এটাতো আর আফগানিস্তান নয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.