কলকাতা: আবারও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার ওই জওয়ান। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ। বিটি রোডের পাশে পাইকপাড়া এলাকার ঘটনা।
ঘটনায় প্রকাশ, মদ্যপ অপস্থায় পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ঘরের দরজা খুলে অতর্কিতে ঢুকে পড়েন তিনি। সে সময়ে ঘরে সেই মহিলা বিছানায় ঘুমোচ্ছিলেন। এরপরেই ওই মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। চিৎকার শুরু করেন ওই মহিলা।
মহিলার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। ওই জওয়ানকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ।
এরপর চিৎপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জওয়ানকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, লোকসভা ভোট চলাকালীন এই ধরনের একাধিক অভিযোগ উঠে এসেছে। এর আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এবং হাওড়া জেলার উলুবেড়িয়াতেও এই ধরনের একটি অভিযোগ উঠে এসেছিল।