কলকাতা: জোকা-তারাতলা মেট্রোর চূড়ান্ত ছাড়পত্র মিলল। ১০ নভেম্বর কমিশনার অব রেলওয়ে সেফটি বা সিআরএস জোকা-তারাতলা মেট্রো রুটের চূড়ান্ত ইন্সপেকশনে আসেন। তারপরই জোকা-তারাতলা রুটে মেট্রো চলাচলের জন্য মিলল চূড়ান্ত অনুমোদন।
ইতিমধ্যেই জোকা থেকে তারাতলা মেট্রো ট্রায়াল রান হয়েছে। লাইন বসানো হয়েছে জোকা ডিপো থেকে তারাতলা অবধি। এই অংশে মেট্রোর স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ শেষ। গত ১৫ সেপ্টেম্বর এই পথে চলেছে মেট্রোর ট্রায়াল রানের কাজ। তবে পূর্ণ মাত্রায় পরিষেবা চালু হতে লাগবে আরও কয়েক দিন। কারণ, ট্রায়াল রানের পরও কিছু কাজ থাকে।
এ বার জানা গেল, জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলাচলে অনুমতি দিয়েছে কমিশনার অব রেলওয়ে সেফটি। শর্ত সাপেক্ষে অনুমতি মিলেছে যাত্রার। এর পর কবে থেকে পরিষেবা শুরু হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, প্রথম পর্যায়ে মোট ছ’টি স্টেশনকে নিয়ে পরিষেবা শুরু করতে উদ্যোগী হচ্ছেন কর্তৃপক্ষ। ওই ছ’টি স্টেশন হল জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার। এই পথে মেট্রো চালু হলে এই রুটের যানজট যন্ত্রণা অনেকটাই কমবে বলে আশা করছেন অনেকেই। সুবিধা হবে বেহালার মানুষের পাশাপাশি অন্যান্য নিত্যযাত্রীদেরও। বাড়বে সুলভ ও সহজলভ্য গণপরিবহণের বিকল্প।
আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের পর আরেক কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা