আগামী ১৫ জুন গুজরাতের উপকূলবর্তী এলাকা পার করবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আছড়ে পড়ার সময় ঘণ্টায় ১২৫ থেকে ১৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
ক্রমেই আরব সাাগরে দাপট বাড়াতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আরও শক্তিশালী ঘুর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ‘বিপর্যয়’। গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। জাতীয় আবহাওয়া বিভাগ (IMD) বলেছে, “সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে এবং সমুদ্রের অবস্থা সম্ভবত বুধবার পর্যন্ত “রুক্ষ থেকে খুব রুক্ষ” এবং বৃহস্পতিবার অত্যধিক রুক্ষ থেকে উচ্চতর থাকবে”।
হাওয়া অফিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, “কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর, এবং দেবভূমি দ্বারকা জেলাগুলিতে ১৩-১৫ জুনের মধ্যে ভারী বৃষ্টিপাত এবং প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঘূর্ণিঝড়ে তাণ্ডব চালাতে পারে। ঝড়ের গতি পৌঁছাতে পারে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।”
ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ক্ষেত্রে দ্রুত উদ্ধার কাজের জন্য প্রস্তুতির সঙ্গে সমস্ত প্রয়োজনীয় পরিষেবাগুলির চালু রাখার ব্যাপারে নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষত স্বাস্থ্য, পানীয় জল, টেলিকমিউনিকেশনের দিক থেকে যেন কোনও ব্যবস্থাপনায় ত্রুটি না থাকে, তার বন্দোবস্ত করতেও বলা হয়। পাশাপাশি তিনি বলেন, পশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।