প্রায় ১৫০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বিপর্যয় ১৫ জুন সন্ধ্যায় সৌরাষ্ট্র ও কচ্ছের উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে। মহারাষ্ট্র ও গুজরাতে সমুদ্রে জলোচ্ছ্বাস বেড়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এর প্রভাবে ১৪ থেকে ১৬ জুন ভারী বৃষ্টি হতে পারে।
গুজরাত প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৪৭ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে তাৎক্ষণিকভাবে ৫৯৭টি টিম গঠন করা হয়েছে।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত সৌরাষ্ট্রের কচ্ছের ৬৫টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১২,০২০টি বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামনগর গ্রামীণ এলাকা।
ইতিমধ্যে আবহাওয়া বিভাগ জানিয়েছে, বিপর্যয় ১৫ জুন সৌরাষ্ট্র ও কচ্ছের উপর দিয়ে যাবে। গুজরাতের জাখাউ বন্দরের উপর দিয়ে আছড়ে পড়তে পারে। ১৬ জুন দক্ষিণ রাজস্থানে প্রবেশ করবে বিপর্যয়।
হাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ স্থলভাগে আছড়ে পড়ার পর, তার তীব্রতা হারাবে এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার আগে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপর একটি নিম্নচাপ হিসেবে এগিয়ে যাবে।