রেল ও বিমান পরিষেবা স্বাভাবিক ছন্দে, লাগাতার বৃষ্টির কারণে যাত্রী সংখ্যা কম

কলকাতা: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে রাজ্যে তেমন কিছু না ঘটলেই শুক্রবার সকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে অনেকেই বাড়ির বাইরে বের হননি। এর ফলে প্রতিদিনের তুলনায় বিভিন্ন রেলস্টেশনে যাত্রী সংখ্যা অনেকটাই কম।

শিয়ালদহ দক্ষিণ শাখায় আগের ঘোষণা অনুযায়ী সকাল ১০টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। বৃহস্পতিবার রাত ৮টা থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি, শিয়ালদহ-বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও একই সময় পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। তবে এ দিন সকাল থেকে শিয়ালদহ এবং হাওড়া মেন শাখায় পরিষেবা স্বাভাবিক হয়েছে, নির্ধারিত সময়েই ট্রেন চলেছে।

এদিন সকাল থেকেই হাওড়া বাসস্ট্যান্ডে বাসের সংখ্যা কম দেখা যায়, তবে দুপুরের দিকে তা বাড়তে শুরু করে।

বিমান পরিষেবা সম্পর্কেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবারই জানিয়েছিল যে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সমস্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। একই সিদ্ধান্ত নেওয়া হয় ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরেও। সকাল ৯টার পর পুনরায় বিমান পরিষেবা স্বাভাবিক হয়।

সময়মতো পরিষেবা পুনরায় শুরু হওয়ায় রেল ও বিমান পরিষেবা স্বাভাবিক গতিতে ফিরে আসে। তবে লাগাতার বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের সংখ্যা অপেক্ষাকৃত কম।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক