কলকাতা: কালীপুজোর সন্ধ্যায় দুর্যোগের আশংকা! আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২৪ অক্টোবর প্রবল বৃষ্টির সম্ভাবনা বাংলার একাধিক রাজ্যে। ফলে দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও পিছু ছাড়ছে না দুর্যোগ। একই সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা।
ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরী হয়েছে। যা ক্রমশই গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের রূপ নেবে নিম্নচাপটি। ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলা–বাংলাদেশের উপকূল।
শনিবার অর্থাৎ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২২ তারিখ থেকে সেটি সক্রিয় হবে। ২৩ তারিখ অতি গভীর নিম্নচাপ এ পরিণত হবে সেটি। প্রথমে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে পরের দিকে এটি বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হবে এবং ২৪ তারিখ অর্থাৎ কালীপুজোর দিনই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
২৫ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় আরও বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসবে। এর পরে কোন দিকে যাবে তা আরও পর্যালোচনা না করে বলা যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: করুণাময়ীতে টেট আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ