19
২৮ অক্টোবর রাতে উত্তর অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ল্যান্ডফল করেছে ঘূর্মিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে, সর্বোচ্চ ১১০ কিমি গতিতে স্থলভাগে আছড়ে পড়ে মোন্থা। এই ল্যান্ডফলের সময় প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার দাপটে উপকূলবর্তী এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা কিছু সময়ের জন্য বিপর্যস্ত হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
২৮ অক্টোবর দুপুরের পর থেকেই মোন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে এর প্রভাবে থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
১️. কলকাতা, উপকূলীয় ও পার্শ্ববর্তী অঞ্চল
- ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- কোথাও কোথাও স্বল্প সময়ে ভারী বৃষ্টি হতে পারে।
- মাঝে মাঝে রোদেরও দেখা মিলবে।
২️. পশ্চিমবঙ্গের পশ্চিম ও মধ্য জেলা
- ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বৃষ্টি তুলনামূলক বেশি।
- কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা।
- দুর্যোগের আশঙ্কা নেই।
৩️. উত্তরবঙ্গ
- ৩০ ও ৩১ অক্টোবর দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।
- ৩১ তারিখে কিছু এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
সিকিমের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।