প্রথম পাতা খবর একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া মোদীর, সরকার গড়ার আশা ছাড়ছে না ‘ইন্ডিয়া’

একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া মোদীর, সরকার গড়ার আশা ছাড়ছে না ‘ইন্ডিয়া’

472 views
A+A-
Reset

নয়াদিল্লি: এ বারের লোকসভা ভোটে বিজেপি এককভাবে ২৪১টি আসন পেয়েছে। কিন্তু, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ‘ইন্ডিয়া’ জোটও। তাদের আসন সংখ্যা প্রায় ২৩৩। ফলে নরেন্দ্র মোদীকে খুব সহজে সরকার গড়তে দিতে চায় না মহাজোট ‘ইন্ডিয়া’।

এগিয়ে থাকা আসনের প্রবণতা অনুসারে, এনডিএ ২৯২টি আসন পেতে চলেছে এবং বিরোধী জোট ২৩৩ টি আসন পাবে। মঙ্গলবার ফল প্রকাশের পরই রাহুল ঘোষণা করেন, ‘ভোটের ফলই বুঝিয়ে দিয়েছে, দেশের মানুষ মোদিজিকে চায় না।’ তারপরই তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘বিরোধী বেঞ্চে বসি বা সরকারে, ভারতের যে জনতা সংবিধান রক্ষার লড়াইয়ে শামিল হয়েছেন, তাঁদের পাশেই থাকব।’ রাহুল গান্ধীর কথায় তো বটেই, ‘ইন্ডিয়া’র অন্য শরিকরাও ইঙ্গিত দিচ্ছেন, সরকার গড়ার জন্য শেষ পর্যন্ত যাবেন।

নরেব্দ্র মোদী ২৭২ ছুঁতে পারেননি। তাই ‘নতুন বন্ধুর’ লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিরোধী মহাজোট। বিরোধী জোট ম্যাজিক ফিগার থেকে মাত্র ৩৯ আসন দূরে রয়েছে। এমন অবস্থায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে বর্তমান শরিকদের সঙ্গেও জোট করতে হবে।

এরই মধ্যে জানা যাচ্ছে, এনডিএ জোটের শরিক দুটি দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কংগ্রেস। প্রথমটি বিহারে নীতিশ কুমারের দল – জনতা দল ইউনাইটেড -জেডিইউ, অপরটি অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল-তেলেগু দেশম পার্টি (টিডিপি)। যথাক্রমে এই দুই দল এবারের লোকসভায় আসন পেয়েছে ১২ এবং ১৬ আসন। সে ক্ষেত্রে দুই আসনের যোগফল ২৮টি আসন তারা যদি এনডিএ থেকে বের হয়ে যায়, তাহলে বিজেপি জোট এনডিএর হাতে পড়ে রইবে ২৬৬ আসন। ফলে বিজেপি নেতৃত্বেধীন এনডিএ জোট সরকার গড়তে পারবে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.