প্রথম পাতা খবর প্রকাশ্যে ধূমপান করলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা, নির্দেশিকা দার্জিলিং পুরসভার

প্রকাশ্যে ধূমপান করলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা, নির্দেশিকা দার্জিলিং পুরসভার

322 views
A+A-
Reset

দার্জিলিং: এ বার দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান করলে, থুতু বা ময়লা ফেললে গুনতে হবে মোটা টাকা জরিমানা। কড়া হাতে দূষণ মোকাবিলায় এই পদক্ষেপ করল পুরসভা।

শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে দার্জিলিং পুরসভা। সেখানে বলা হয়েছে, এ বার থেকে প্রকাশ্যে ধূমপান করলে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। শুধু তাই নয়, থুতু ফেললে দিতে হবে ৫০০ টাকা জরিমানা এবং কোনো ময়লা-আবর্জনা যত্রতত্র ফেললে জরিমানা দিতে হবে পাঁচ হাজার টাকা।

এই নির্দেশিকা যাতে কার্যকর হয় তার জন্য পুরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিশেষ করে স্টেশন, বাজার সংলগ্ন এলাকায় নজরদারি চালানো হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও দূষণ রোখার জন্য অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছে পুরসভা।

শুধু তাই নয়, কেউ ধূমপান বা থুতু, ময়লা ফেললে হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে মানুষকে অভিযোগ জানাতেও বলা হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুরসভা। প্রয়োজনে স্পট ফাইন চালু করা হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

বলে রাখা ভালো, এর আগেও দার্জিলিং পুরসভায় ধূমপান এবং ময়লা ও থুতু ফেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তবে সেক্ষেত্রে কোনও জরিমানা করা হতো না। ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যে তা মেনে চলার প্রবণতাও কম দেখা দিত।

আরও পড়ুন: হাড় হিম করা ঘটনা সরশুনায়, দা দিয়ে এলোপাথাড়ি কোপে আহত অন্তত ৭

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.