126
কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির সময়সীমা বাড়াল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এবার আরও ১৫ দিন অর্থাৎ ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ও পড়ুয়াদের সুবিধার্থে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে ৩ লাখ ২৫ হাজার ৩৪২ জন নাম নথিভুক্ত করেছেন এবং মোট ১৮ লাখ ২৪ হাজার ৯১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২৯০১ জন ভিনরাজ্যের বাসিন্দা।
‘চ্যাটবট বীণা’ ইতিমধ্যেই ৩৩ হাজারেরও বেশি প্রশ্নের উত্তর দিয়েছে বলে জানিয়েছেন ব্রাত্য বসু।
উল্লেখ্য, আগের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবারই ছিল ভর্তির আবেদনের শেষ দিন। সময়সীমা বাড়ায় স্বস্তিতে পড়ুয়ারা।