কলেজে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির সময়সীমা বাড়াল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এবার আরও ১৫ দিন অর্থাৎ ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ও পড়ুয়াদের সুবিধার্থে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে ৩ লাখ ২৫ হাজার ৩৪২ জন নাম নথিভুক্ত করেছেন এবং মোট ১৮ লাখ ২৪ হাজার ৯১৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২৯০১ জন ভিনরাজ্যের বাসিন্দা।

‘চ্যাটবট বীণা’ ইতিমধ্যেই ৩৩ হাজারেরও বেশি প্রশ্নের উত্তর দিয়েছে বলে জানিয়েছেন ব্রাত্য বসু।

উল্লেখ্য, আগের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবারই ছিল ভর্তির আবেদনের শেষ দিন। সময়সীমা বাড়ায় স্বস্তিতে পড়ুয়ারা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক