কলকাতা: সাগরের বুকে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। রবিবার সকালে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকালে আরও শক্তি বৃদ্ধি করে ‘রেমাল’ পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হবে। কলকাতা-সহ ছয় জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝড়।
রবিবার লাল সতর্কতা জারি হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে। একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। কমলা সতর্কতা রয়েছে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে। হলুদ সতর্কতা রয়েছে বাকি জেলাগুলিতে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় সাগর দ্বীপ ও খেপুপাড়ার মাঝে ২৬ তারিখ মধ্যরাতে আছড়ে পড়বে। ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। গাস্টিং থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। কলকাতায় ৯০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝড় হওয়ার সম্ভাবনা।