দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে লড়বেন প্রাক্তন লোকসভা সাংসদ পরবেশ ভার্মা। বিজেপির প্রথম তালিকায় ২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যেখানে প্রাক্তন কংগ্রেস নেতা কৈলাশ গেহলত এবং রাজকুমার আনন্দও স্থান পেয়েছেন।
নয়াদিল্লি কেন্দ্রে কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই জমজমাট হতে চলেছে। পরবেশ ভার্মা, যিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার পুত্র, তাঁর বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলেছে আপ। অভিযোগ, ভার্মা মহিলাদের ১১০০ টাকা করে বিলি করেছেন। আপ এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এ অভিযোগ দায়ের করেছে, যদিও ভার্মা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
কেজরিওয়ালের বিরুদ্ধে নয়াদিল্লি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত। কালকাজি কেন্দ্রে মুখ্যমন্ত্রী অতীশির বিরুদ্ধে বিজেপির রমেশ বিদুরি প্রার্থী। গান্ধীনগরে বিজেপি বর্তমান বিধায়ক অনিল বাজপাইকে সরিয়ে কংগ্রেস থেকে আসা অরবিন্দর সিং লাভলিকে প্রার্থী করেছে।
মঙ্গলপুরী থেকে কংগ্রেস-ত্যাগী রাজকুমার চৌহান এবং জনকপুরা থেকে প্রাক্তন কংগ্রেস বিধায়ক তরবিন্দর সিং মারওয়া লড়বেন। এই নির্বাচনে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ, কংগ্রেস, এবং বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের প্রত্যাশা করছে রাজনৈতিক মহল।