দিল্লিগামী ইন্ডিগোর একটি উড়ানে (ফ্লাইট নম্বর IGO5009) পাখির ধাক্কা। এর জেরে ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার পর বুধবার সকাল ৮:৪২ মিনিটে পটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। বিমানে ১৭৫ জন যাত্রী ছিলেন।
বিমানের ইঞ্জিনে ঝাঁকুনি অনুভব করার পর পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানান। সকাল ৯:০৩ মিনিটে বিমানটি সুরক্ষিতভাবে পটনায় অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকল যাত্রী ও ক্রু সদস্য সুস্থ ও অক্ষত রয়েছেন। বিমানটির প্রযুক্তিগত পরীক্ষা চলছে এবং যাত্রীদের বিকল্প যাত্রার ব্যবস্থা করছে ইন্ডিগো।
এদিকে, মঙ্গলবার সকালে ইন্দোর থেকে রায়পুরগামী ইন্ডিগো-র আর একটি উড়ান (6E 7295) আকাশের ওড়ার পরপরই প্রযুক্তিগত সমস্যার কারণে ইন্দোর বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়।
সকাল ৬:৩৫-এ ছাড়ার কথা থাকলেও উড়ানটি ৬:২৮-এ উড়ে যায় এবং ৮:৩০-এ রায়পুর পৌঁছনোর কথা ছিল। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই পাইলট সমস্যার কথা জানান এবং তৎক্ষণাৎ প্রাধান্য ভিত্তিতে অবতরণের অনুমতি চেয়ে নেন। বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, ফ্লাইটটি পরে বাতিল করা হয়। ইন্ডিগো সংস্থা যাত্রীদের সম্পূর্ণ অর্থ ফেরত অথবা বিকল্প উড়ানের সুযোগ করে দিয়েছে।