নয়াদিল্লি: শনিবার দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকায় একটি রোড শোতে অংশ নেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের পর জেল থেকে বাইরে এসে এটাই তাঁর এ বারের লোকসভা ভোটে প্রথম প্রচার কর্মসূচি।
শুক্রবার নিজের বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, কেজরিওয়াল বলেন, “আপনাদের মধ্যে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমি আগেই বলেছিলাম যে আমি শীঘ্রই বেরিয়ে আসব…প্রথমত, আমি শনিবার সকালে ভগবান হনুমানকে প্রণাম জানাতে চাই। হনুমানজির আশীর্বাদে আমি আপনাদের মাঝে আছি। “
একই সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “শনিবার দক্ষিণ দিল্লিতে আম আদমি পার্টির রোড শো রয়েছে। আমি সেই রোড শোতে অংশ নেব। আমার সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও উপস্থিত থাকবেন।” জানা গিয়েছে, দক্ষিণ দিল্লির আপ প্রার্থী সহিরাম পহেলওয়ানের হয়ে এ দিন রোড শো করবেন কেজরিওয়াল।