প্রথম পাতা খবর যমুনার জলস্তর কমলেও দিল্লিতে বন্যা কবলিত এলাকায় সংকট অব্যাহত

যমুনার জলস্তর কমলেও দিল্লিতে বন্যা কবলিত এলাকায় সংকট অব্যাহত

335 views
A+A-
Reset

দিল্লিতে যমুনার জলস্তর ক্রমাগত কমছে। শনিবার বিকেল ৫টায় যমুনার জলস্তর ২০৬.৯৭ মিটার রেকর্ড করা হয়েছে। তবে দিল্লিতে বন্যা থেকে তেমন কোনো স্বস্তি মেলেনি। যমুনা নদী এখনও বিপদসীমার (২০৫.৩৩ মিটার) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দিল্লিতে বন্যার আশঙ্কা এখনও কাটেনি। যমুনার জলস্তর কমছে, কিন্তু জলমগ্নতার পরিস্থিতি এখনও অব্যাহত। এখন লাল কেল্লার কাছে জলের স্তর কমতে শুরু করেছে। একই ভাবে, জাতীয় রাজধানীর আরও অনেক জায়গা থেকেই জল নেমে গিয়েছে।

বন্যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বন্যা দুর্গতদের সাহায্যের জন্য সমস্ত জেলায় অতিরিক্ত অফিসার নিয়োগ করেছেন। অন্য দিকে,বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন দিল্লির উপরাজ্যপাল বিনয়কুমার সাক্সেনা। তিনি রাজঘাট এলাকা পরিদর্শন করেন এ দিন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.