প্রথম পাতা খবর এখন জেলবন্দির মৃত্যুতে পরিবারের সদস্যরা পেতে পারেন সাড়ে সাত লাখ টাকা! নয়া নিয়ম দিল্লিতে

এখন জেলবন্দির মৃত্যুতে পরিবারের সদস্যরা পেতে পারেন সাড়ে সাত লাখ টাকা! নয়া নিয়ম দিল্লিতে

448 views
A+A-
Reset

নয়াদিল্লি: দিল্লি জেলে অস্বাভাবিক কারণে মারা যাওয়া বন্দিদের পরিবার বা আইনি উত্তরাধিকারীকে সাড়ে ৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে দিল্লি সরকার। এই বিষয়ে প্রস্তাব পাশ করে তা অনুমোদনের জন্য উপরাজ্যপালের কাছে পাঠানো হয়েছে।

উপরাজ্যপাল ভিকে সাক্সেসেনার কাছে পাঠানো এই প্রস্তাবের অধীনে যে ধরনের মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া হবে তার মধ্যে রয়েছে হেফাজতে মৃত্যু, বন্দিদের মধ্যে মারামারির কারণে মৃত্যু, জেল কর্মীদের দ্বারা মারধর ও নির্যাতনের কারণে মৃত্যু, কারা কর্মকর্তাদের অবহেলা চিকিৎসা ও প্যারামেডিক্যাল কর্তৃপক্ষের অবহেলার কারণে মৃত্যুর ঘটনা অন্তর্ভুক্ত হবে।

তবে, আত্মহত্যা, পালানোর চেষ্টা, প্রাকৃতিক কারণ বা দুর্যোগে মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ প্রযোজ্য হবে না।

বলা হয়েছে, দোষী জেল কর্মকর্তাদের বেতন থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা হতে পারে। একটি বিবৃতিতে বলা হয়েছে, জেল ব্যবস্থার মধ্যে অভিযোগের সমাধান এবং মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপরাজ্যপালের কাছে পেশ করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.